যন্ত্র কেবল বাদ্য হয়
মানুষ কিন্তু বাধ্য নয়!
আমি কি আর মানুষ বলো?
যন্ত্রের মতোই চলি
পাগল বেশে হেসে হেসে
নানান কথা বলি।
তোমার অনেক রাগআছে
আমার তাতে দাগআছে
কিছু কিছু ভাগআছে
এমন কিছু নাগআছে।
তোমার অনেক বায়না আছে
আমার একটা আয়না আছে
বায়না পূরণ হলে
আয়না ভাঙ্গে ছলে।
তোমার একটা বাঁশি আছ
আমার তাতে হাসি আছে
বাঁশির সুরে দিশেহারা
আমার হাসি নিছেকারা
খুঁজতে গেলে তার
জাত থাকে না আর।
তোমার অনেক বল আছে
আমার তাতে জল আছে
জলের তলে থাকলে খনি
তখন হয় আমার বনি।
আমারও আছে অনেক কিছু
বললে নেবে আমার পিছু
হৃদয়টারে ভেঙেচুরে
আমি তাকে ঢেঙিদূরে।
ভাঙাচোরা দেই জোড়া
নারীর সম্বল সেই থোরা
মাতি না গো! সমাজ আছে।
আমার একটা নীতি আছে
তাতে বেশ স্থিতি আছে।