যার যে টা কম ছাড়ে তাতে দম
গল্পে হাটু-পানি রসে ভরা নানি
ছোট মন যার গল্প বড়ো তার
লাজক লতা বতী লাজ নেই রতি।
হাসে কতেক প্রাণি করে কানাকানি
ঘরের কথা ঘরে রাখো চুপটি করে
এতো হ্যাংলা না হও ভারী কথা কও
এবার সবুর করি মুখটা চেপে ধরি।
আর শুনিনা ভাই বলো তুমি যাই
কানে তুলো গুঁজে রই মুখটা বুজে
তোমার যা আছে অন্য কারো কাছে
আছে ভুরি ভুরি তবু থাকে চুপ করি।
ছন্দ মাত্রায় আছে কম ইচ্ছে করেই
ধরো না ভুল শুনো একচুল কবিতা পড়েই
মাঝে মাঝেই ভাবি হাতে নেই চাবি
লিখবো না আর ছড়া তবু ছন্দেই পরি ধরা।