বাতাসের কানে কারা যেনো বলে তার খবর
রাতের আঁধারে বাসুরী বাজায় এই শহর,
জনমের লাগি গিয়েছে যা ছাড়ি, নিয়েছে আড়ি
একা একা হাঁটি অনেকটা পথ দেই যে পাড়ি।
যাপিত জীবন যেভাবে কাটাই তুমি বিহনে
উচ্চ বিলাসী জীবনের স্বাদ নেই নিয়নে,
সফেদ বিছানা কেঁদে কেঁদে বলে শুকতারারে
সময় পেলে এসো স্বপনের মাঝে ডেকো আমারে।
দূর বাসিনীরে ভুলিও না কভু রেখো স্মরণে
সুখে দুখে কাছে,মিলেমিশে পাশে রবো মরণে,
এক জীবনের ভালোবাসাবাসি তুলে রাখিও
বয়ে নিও সখা, নদীর মতোন ভালোবাসিও।