মা জননী কোথায় আছো?
একবার ফিরে চাও
তোমার কোলে আবার আমায়
একটু টেনে নাও।।
স্বার্থ ছাড়া ভালোবাসা
তুমি দিয়েছিলে
এক পৃথিবী কষ্ট করে
আমায় জন্মদিলে।।
তুমি আমার সোনার মুকুট
আরশেরই আলো
ধরার বুকে নেই যে কিছু
তুমি যতো ভালো
ব্যথা যতো দিয়েছি মা
ক্ষমা করে দাও।।
সন্তানেরই সুখের আশায়
নিজের সুখ দাও জলে
তোমার মর্ম বুঝিনি তো
ভাসি অশ্রুজলে।
একবার যদি দেখা পেতাম
ধরতাম দুটি পাও
মা জননী কোথায় আছো?
একবার ফিরে চাও।।