(জেকে লাইফস্টাইল নিয়ে লেখা)
ইচ্ছে ঘুড়ি ইচ্ছে হলেই মনাকাশে উড়াই
ইচ্ছে ঘুড়ি ইচ্ছে মতো নাটাই সুতোই ঘুরাই
ইচ্ছে ঘুড়ি কর্মক্ষেত্রে স্যারের কথায় বাঁধি
ইচ্ছে ঘুড়ি পড়ে থাকে যখন আমি কাঁদি।
ইচ্ছে ঘুড়ি উড়বে এবার জেকে লাইফের সাথে
ইচ্ছে ঘুড়ি থামবে নাকো বিনা অজুহাতে
ইচ্ছে ঘুড়ি শক্ত করে ধরবো তারে টেনে
ইচ্ছে ঘুড়ি চলবে এবার জেকে লাইফটা মেনে।
ইচ্ছে ঘুড়ি উড়াতে চাই পৃথিবীটার মাঝে
ইচ্ছে ঘুড়ি হাসতে জানে ভালো নানান কাজে
ইচ্ছে ঘুড়ি শুনবে নাকো মিথ্যে নানান কিচ্ছা
ইচ্ছি ঘুড়ি পূরণ করুক জেকে স্যারের ইচ্ছা।