হাওয়ার বেলুন ভাই
বেশিক্ষণ থাকে না
কিছুক্ষণ পরে
যায় ক্যান চুপসে?
দম যদি বেশি দাও
যায় তা ফুটে
দিন ভর বেঁচে যায়
খায় খেটেখুঁটে।
এক দুই টাকার
দিন নাই এখন আর
নোট আর নোট চাই,
পকেট তবু ফাঁকা।
লাল নীল বেগুনি
আছে রং বাহারি
খোকা- খুকি ছুটে যায়
বেলুন ওয়ালার কাছে।
এখন হায় করোনা
তাই তা ধরো না
ঘরে বসে থাকো না।