হতাশার ভিড়ে যখন তখন তলিয়ে যাই
দুইচোখ খোঁজে কে তার হাতটা ধরবে,
আলোর দিশারি হয়ে।
ব্যর্থতার গ্লানিবোধটুকু কাঁধে চড়ে
শূন্যতার কাছেই একটা বায়নাক্কা
বুঝি কেউ নেই পৃথিবীতে।
কখনোবা ভাবি নিরালায় বসে মিছে
স্বপ্ন ভেবেই দুঃস্বপ্নের জাল বুনি
নিরাশার কাছে হাত পাতি অহর্নিশ।
ভালোবাসা চাই, ভালো বাসা নয়
জীর্ণ কুঠিরে ভালোবাসা থাকে
যত্ন পেলে, ভালোবাসার যত্ন করো।
শেষ বিদায়ের পর অনুভব করিও,
নীরবে ভেবো ; মাথার উপর বিশেষ কেউ
রোদ বা বৃষ্টিতে ছাতা হয়ে ছিলো।