হে প্রকৃতি,তোমার লাগি পাড়ি দেই,
সূুদূর পথ আজি ভোরের হিমেল হাওয়ায়।
কিছু সুখ তুলে রাখি মানসপটে
যদি পাই সুখের জীবন নদীর তটে।
প্যানপ্যানানি ব্যস্ত শহর তাই ছেড়ে
শকুন যেথায় আসে না লাঠি তেড়ে।
শ্যাওড়া সবুজ কেওড়া গাছে চেখে নেই
তারই মালা গাজরা ভেবে খোঁপায় দেই।
নষ্ট ধরা থেকে মন চায় পালাতে
পাপের খরা পরিপূর্ণ দেখো হে,
তোমার কাছেই চাই যে বিচার প্রকৃতি
ভুলিয়ে দাও ভুলিয়ে দাও দুখ স্মৃতি।