সত্য কথা স্পষ্ট ভাবে
বলতে নেই
বাঘের মুখে পড়বে তখন
বলবে যখন সেই।
বুক ফুলিয়ে এমন ভাবে
চলতে নেই
মামার দাপট থাকলে পরে
আলোর মাঝে আনতে নেই;
বলবে তখন লোকে তোমায়
নেহাতই বালক
নিজের কোনো মুরোদ নেই।
শোনো সুবোধ চোখ রাঙিয়েও
লাভ নেই,
চোখের উপর আস্থা রাখো
নয়তো আবার শুনবে তুমি,
চোখে তোমার দৃষ্টি নেই।
মিছে দম্ভ দেখাইও না,
এইটার কোনো ভিত্তি নেই
সদা সত্য বলতে শেখো,
শুনতে শেখো তার কোনো
জুড়ি নেই।
নম্র হও,গুরুজনে ভক্তি করো
সোজা পথে চলতে শেখো
তাতে কোনো ক্ষতি নেই;
নইলে বাপু শুনবে উচিত
যার কোনো বাপ মা নেই।
মনে রেখো বন্ধু ভাবো
জানবে তখন তোমার কোনো
শত্রু নেই।