"তেলের মাথায় তেল দেয় সবাই
কাঁটা তুলতে কাঁটা"।
গরিবেরা স্বপ্ন দেখে
তাতে পড়ে ভাটা।
কৃষক নিজের ঘাম জড়িয়ে
ফসল বোনে ক্ষেতে,
লেদা পোকা দলবল নিয়ে
থাকে তারা মেতে।
যেমন করে আমজনতা
গাঁটের পয়সা গুণে,
দেশ আগাতে পাশে থাকে
কষ্ট তবু মনে।
সুফল তারা ভোগ করে না
ধনীরা ভাগ বাটে।
আঙুলের ফাঁক দিয়ে তারা
লুটে ঘাটে ঘাটে।
অবশেষে দুঃখের সারি
নিত্য সঙ্গী হয়,
তেল ছাড়া আউলা মাথায়
এমনই পড়ে রয়।