আবার হবে ইনশাআল্লাহ
আসবেন বলে দেন
দূর দূরান্তে আর কতো দিন
একটু কাছে নেন।
মেট্রোরেলে চড়ে এলে
মিনিট কয়েক মাত্র
মিরপুরেতে বাড়ি যাতের
আনবেন মিষ্টির পাত্র।
ভালুকাতে যিনি আছেন
হাতটা বড়ো জানি
ইচ্ছে মতো যা-ই আনবেন
পেটটা ভরবে মানি।
মুন্নি জাহান শুটকির ভর্তা
সাথে ক্ষুদের ভাত
খেতে খেতে হতে পারে
হয়তো সন্ধ্যা রাত।
মনে আছে সিঙ্গারাতে
গ্যাসট্রিকেরই জ্বালা
এবার কিন্তু খাবার ভালো
সবার আসার পালা।
আমার কিছু আনতে হলে
কাব্যের ভাষায় বলেন
কাব্য কথায় নচেৎ নয়কো
শুরু করুন চলেন।
ফেলে আসা দিনগুলো সব
কষ্টের ছিলো সবই
বিনিময়ে পেলাম বন্ধু
আজ দেখি তার ছবি।