সূর্যের আলোয় শক্তিপেয়ে
বাঁচে ঘাসের প্রাণ
তাই না দেখে ঘাসফড়িংটা
খুশিতে আটখান।
সবুজ ঘাসে তিড়িংবিড়িং
নাচে তারই মন
বেশি সময় রয় না খুশি
ব্যাঙ ধরে খায় যখন।
ব্যাঙ ডাকে খেয়ে ঘ্যাঙর ঘ্যাঙ
সাপটা খেলায় তখন
"ঝোপ বুঝে কোপটা মারে"
সাপের ক্ষুধা যখন।
বাপের ও যে বাপ থাকে দেখো
সময় হলে ঢের
বাজের মতো ধরে সাপের লেজ
ব্যাঙটা পায় তখন টের।
তার চেয়েও ভয়ের আছে
সর্বভুক যার নাম
বিবেক হারায় টাকার কাছে
পেলে ন্যায্য দাম।