ঈদের খুশি ঘরে ঘরে ফটুদের ঘর নেই
তবু তারা পুলকিত ঈদ কাটে সেই।
নতুন জামা পড়ে সবে ফটুদের খালি গা
ফিরনি পায়েস খায় সবে তারা খায় যা পায় তা।
ধনীদের সুখ নেই মুখ থাকে শুধু ভার
খিলখিল অনাবিল হাসি ফটু-রার।
দুর্নীতি আর সিন্ডিকেটে ধনী মারে ছক্কা
ফটুদের পেট রমজানেও থাকে আহা ফক্কা।