নীরব আঁধার কেউ দেখে না
জ্যোতি থাকলেও
আবদার রাখা কঠিনতম
দাবি রাখলেও।।
দূরেরর ভালো চায় না সবে
মন চাইলেও
লোভীরা পেটের ক্ষুধায় মরে
পেটপুরে খাইলেও।
কখনো হাসিতে হাসিতে কাঁদি
সুখে রইলেও
অভিমানে ডুবি মাঝে মাঝেই
ভালোটা কইলেও।
মনটা পুড়ছে বন পুড়ছে
দেখে না যে কেউ
ফেনিল আকাশ নীলাভ পর্বতে
উঠছে ঢেউ।