কেনো এতো ব্যথা তারে লয়ে
যে তোমার নয়
ভেবে ভেবে তব মন ভেঙে
চুরমার হয়।

মন পুড়ে যায় ফাল্গুনে,
বন পুড়ে যায়
দিবানিশি ভাবি কষ্টেরা,
কাঁদে নিরালায়!

যেজন  অদূরে বসে আছে
মনের ভেতরে
মেঘের মতোই ভেসে আসে
এই অন্তরে।

মিনতি করি না সমাজের,
মানুষের কাছে
মানুষের এই পৃথিবীতে
কী বলো আছে!



ইবরাহীম পুর, ঢাকা।
০৮/০২/২০২৪