ফেইক আইডি কেইক কাটে ধুমধাম করে
অন্যের ভালো দেখে জ্বলে পোড়ে মরে
করে শুধু ফোঁস ফোঁস যেনো এক হাঁদারাম
গালি খেয়ে কেজি দরে বেঁচে সে ঘাম।
কারো ভালো দেখলে গাঁয়ে পড়ে ঠোসা
কিছু বললে আবার করে বসে গোসা।
টু টু কোম্পানির ম্যানেজার ভাবখান বিশাল
পাবলিক তারে লাথি মেরে পাঠায় ত্রিশাল।
কখনো সে পুরুষ সাজে কখনো বা নারী
আজেবাজে কমেন্ট করে কাড়ি কাড়ি।
গন্ডারেরই চামড়ায় শরীর রাখে ঢেকে
সোজাসুজি চলে না সে চলে এঁকেবেঁকে।