তোরা যাবি, বল?
কৃষ্ণচূড়ার বনে
আমারই সনে।
শিমুল পলাশ ফুটেছে কতো!
রক্তে রাঙানো পথ যতো,
যাবি যদি চল।
ফাগুন এসেছে গুন গুনিয়ে,
কোকিলেরা দেবে গান শুনিয়ে।
একুশের গান , ভাষার গান
ভাই হারানোর গান।
তোরা যাবি?
কৃষ্ণচূড়ার বনে,
আমারই সনে,
ভাইয়েরা আছে যেখানে।