ঈদ এসেছে ঈদ এসেছে
বলতো যেই শিশু
কদিন আগেই করোনাতে
মরলো সেই মিশু।
নতুন জামা নতুন জুতো
পড়ে রইলো ঘরে
মায়ে এখন বদ্ধ পাগল
বাবাও কেঁদে মরে।
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
বলবে না আর কেউ
সুখের ঘরে এখন কেবল
করুণ ব্যথার ঢেউ।
ঘরে ঘরে এমন খবর
শোনার মানুষ নাই
ঈদটা ভীষণ লাগছে ফিকে
পুলক কোথায় পাই?
তবু জীবন রয় না থেমে
যেমন ইচ্ছে নদী
ঘরে বসেই করুন উৎসব
বাঁচতে চান যদি!