একটা সময় ঈদ আমাদের
বেশ আনন্দ দিতো
বড়দের কাছে বায়না থাকতো
ছোটরা সালামী নিতো।

নতুন কাপড়  চুড়ি আর ফিতা
পছন্দ মতো পেলে
সুখে ভরে যেতো আমাদের মন
এখন তা রাখি ফেলে।

বাবা চাচা মামা  সবার কাছেই
বায়না থাকতো কতো
গলা ছেড়ে গান টিভির উপর
বিশেষ নজর যতো।

এখন কেবল দিন ফুরানোর
অপেক্ষা করে যাই
সবার বায়না পূরণ করার
ইচ্ছে কেবল তাই।

কাপড়চোপড় কসমেটিকসে
আনন্দ আর নেই
বেড়েছে হিসেব দায় দ্বায়িত্ব
দাঁড়াতে শিখেছি যেই।