দূরে থেকেও কাছে থাকি
হৃদয়ের টানে
বন্দী ঘরে সন্ধি করবো
আছে কী তার মানে?
স্মৃতি গুলো লালন করে
কাব্য করি চাষ
বাংলার ঘরে যতোই করুক
কোভিড নাইনটিন বাস।
দু'দিন আগেই যেথায় ছিলো
লোকের সমাগম
আজকে সেথায় দলেবলে
ভাইরাস দমাদম।
সুদিন আবার আসুক ফিরে
কালের করতলে
লকডাউনে নাই বা মরুক
মরুক সাবান জলে।
তাইতো আমারা কজন মিলে
কাব্যকথা গড়ি
ডিজিটালের বদৌলতে
কবিতাখান পড়ি।