ডুবে যাচ্ছে দেশ
ডুবছে স্বপ্ন, বাড়ছে হাহাকার
নিভছে জীবন প্রদীপ,
চারিদিকে নিশুতি রাতের কান্না।
অসহায় পিতা সন্তানের কাছে,
নীরবে ঝরে জননীর অশ্রুজল
প্রকৃতির অতল গহ্বরে বিলীন হয়
কচিকাঁচার স্বপ্ন।
তবু সরীসৃপের মতো বুকে ভর করে
চলছে জীবন নদী,
যেখানে নেই উৎসবের আমেজ,
বাঁচার তাগিদে যুদ্ধ অহর্নিশ।