ডিমের বদল আলু খাবো
দুধের বদল ফেন
বাজার করতে গিয়ে সবাই
হারায় হঠাৎ জ্ঞান।
দ্রব্যমূল্য উর্ধগতি
যেনো টাট্টু ঘোড়া
চারিদিকে আওয়াজ তোলো
থেকো না আর মোড়া।
আলু পেঁয়াজ ছেড়ে এবার
বাদ বাকি সব চড়া
নিম্নমধ্যের বেহাল দশা
নড়ে না সুখের কড়া।
মাছে ভাতে বাঙালিরা
খাবে এবার কি?
" জন্ম আমার ধন্য হলো "
বলতে পারবো নি।
চলো সবাই এবার তবে
গামছা বাঁধি গলে
না খেয়ে কি যায় আর বাঁচা
এভাবে কি চলে?