বড়োই মজা পরের মাথায়
ভাঙো যখন বেল
এবার বাপু লেগে পড়ো
দিয়ে কদুর তেল।

সময় কারো নয় তো একার
শুনবে শুধু তার মতো
দশটা মাসের মেলাও হিসেব
দেখাও খেলা কার কতো।

যাও না থেমে এবার তবে
দিও না আর কানপরা
ইচ্ছে হলে বাদ দিয়ে দাও
নাও খেয়ে নাও পানপরা।

দম্ভ করো নাকো মানব
হবেই তাহা চূর্ণ
মানুষ হয়ে যাও সকলে
হোক মনো সাধ পূর্ণ।