আমার দুঃখে হাসতে যখন
কাঁদতাম তখন ফুঁপে
তোমার দশা দেখি আমি
ডুবি দুঃখের কূপে।
দেখাও যদি দুঃখের নদী
অন্য কারো বেলায়
ঘুরে আবার আসে ফিরে
প্রকৃতির খেলায়।
দম্ভ তোমার চূর্ণ হবে
আসবে সেদিন কাছেই
মিথ্যে ভাবে ডুব দিও না
সুখ তো তোমার আছেই।
বিধি দিলো উজার করে
সুন্দর মনের হও
মাথামোটা পোকার মতো
ভাবের কথা কও!