দমে দমে ডাকি তোমায়
সারা দাও হে প্রভু
তুমিবিনে নেই যে কেহ
বিধি ভুলো না কভু।
বিশ্ব যখন কাঁদছে এমন
নীরব কেনো তুমি?
দয়ার সাগর ইয়া রাহীম
বাঁচাও জন্মভূমি।
সৃষ্টি যতো ডাকছে খোদা
রহম করো প্রভু
পাপীতাপী কাঁদছে দেখো
সদয় হও না তবু!
ধর্ম বর্ণ নেই ভেদাভেদ
সৃষ্টি তোমার যতো
ডাকছে আজই দিবানিশি
থাকবে দূরে কতো?