হারতে রাজি ধরলে বাজি
বন্ধু তোমার  কাছে
এই ভূবনে তুমি ছাড়া
কে আর বলো আছে।

দিনের পরে দিন আসে যায়
রাতের পরে রাত
চাই না কিছু এই জীবনে
চাই না বাজিমাত।

আদর সোহাগ চাই না আমি
চাই না ভালোবাসা
মরার আগে চাই না মরতে
প্রেম যে সর্বনাশা।

সাধ জাগে না মনে আমার
থাকতে পৃথিবীতে
এই দুনিয়ার মানুষগুলো
মিথ্যেতে যায় জিতে।