যখন আমি দিদিমণি
কাজে দেই ডুব
আমার সাথে কয় না কথা
সবাই থাকে চুপ।

দুষ্টমিতে জ্বালায় ভীষণ
ছোট বড় মিলে
ইচ্ছে করে পানি দিয়ে
আস্তটাই নেই গিলে।

আবার যখন জাগে পুলক
কাজের ভিড়ে লিখি
ওদের কাছে খুশি থাকার
ধারণাটা শিখি।