অগ্নি শিখায় পুড়ছে মানুষ
পুড়ছে পেটের ক্ষুধা
করোনাতেও মরছে ধুঁকে
কোথায় তুমি খোদা ?
দগ্ধ চোখের ধোঁয়ায় ভাসে
স্বজনেরই কান্না
পোড়া দেহ ফেরত পেতে
ধরছে কতো ধন্না।
মুখ পুড়েছে বুক পুড়েছে
পুড়ছে হাজার স্বপ্ন
টিফিনক্যারির ভাত পুড়েছে
পুড়ছে মানব রত্ন।
লকডাউনেও পুড়ছে শ্রমিক
থমকে মানবতা
পেটের ক্ষুধা মিটাতে হায়
কেমন নীরবতা!