ধার চাই ধার করছি আবদার একটু সময় দেবে?
কাজ আর কাজ চারিদিকে ভাগটা একটু নেবে?
ব্যস্ত আমি ব্যস্ত তুমি ব্যস্ত সমাজ সংসার
বদলে গেছে পৃথিবীটা কেমন যেনো রঙতার!
খেলাধূলা করবো মাঠে গাইবো জয়ের গান
উঠবো মেতে আনন্দেতে উচ্ছ্বসিত প্রাণ
রাখবো মাথা মায়ের কোলে আদর খাবো ইচ্ছে
রূপকথারই শুনবো গল্প রাক্ষসেরই কিচ্ছে।
পার্কে যাবো উঠবো চরকায়বসবো গাছের তলে
মন মাতানো শুনবো যে গান সবাই দলে দলে।
একটুখানি দেবে সময়, ধার চাই গো ধার?
আজ যে সবাই ব্যস্ত ভীষণ ভাল্লাগছে না আর!