দেখেছো কী কভু, সবুজবনানী দিগন্ত জুড়ে?
যেখানে নাম জানা-অজানা আগাছার ঘনবসতি,
ঠাসাঠাসি করে লতা-পাতায় জড়ানো যাদের আবাসস্থল।
দেখছো কী কভু?
গহীন বনের সৌন্দর্যের অপার লীলা?
সবুজবীথি, শামল ছায়ায় বসে নির্মল বাতাস শুষে নেয়;
পথিকের শ্রমমাখা ঘামেভেজা আদুলগা।
শুনেছো কী কভু?
বিমল মনের হাসির ঝংকার,
যারা কোলাহল, হিংসা বিভেদ আর পৈশাচিক হুংকার
সব ভুলে সর্বত্র করে ভালোবাসার চাষ।
আমি তো দেখছি ,
নির্লোভ মানুষেরা পৃথিবীতে এসে গাছের মতোন
ফুল,ফল, শ্যামল ছায়া দিয়ে গড়ে তোলে প্রেমময়
পৃথিবী, যেখানে পরম শান্তির নিবাস।