ইচ্ছে হলেই না এড়িয়ে দায়টা স্বীকার করি
নিজের কর্ম সঠিক করে এসো দেশটা গড়ি।
কাজটা নিজের ভাতটা পরের গুরুজনে কয়
সত্য পথে চলতে গেলে থাকে না যে ভয়।

আজকে না হয় দিলে ফাঁকি কালকে কী হবে?
জবাব তোমার হয়নি দিতে বলতো কবে?
ঠকাবে যে ঠকবে নিজে কুড়াল নিজের পায়ে
অন্যের দোষটা দেখো না আর আসবে নিজের গায়ে।

বড়াই করে লাভ কি বলো হবেই জেনো ধ্বংস
ব্যবহারে হয় পরিচয় কেমন তোমার বংশ!
যতোই বড় হও না তুমি মাটিতে পা রাখো
পায়ে পায়ে তাল মিলিয়ে স্বপ্ন তুমি আঁকো।