কোভিড বৈশাখে, পান্তা-ইলিশ নাই বা খেলাম
নাই বা গেলাম মঙ্গল যাত্রায়,
লালচে পাড়ের সাদা শাড়ি পড়ে ঘরেই কাটাই
করোনা বৈশাখ, সুখের আশায়।
দুঃসময়ে কেউ দূরের থেকেও, কাছে থেকে যদি -
এক সুরে বলি শুভ নববর্ষ,
বছর ঘুরেই আসুক আবার নতুন সময়
জাগবে হৃদয়ে দারুণ হর্ষ।
ফাগুন হাওয়া যাওয়ার আগে কানে কানে বলে
বৈশাখ এসেছে বাতাসে শুনেছি
মিষ্টি স্বাদের বাহারি ফলের রসালো খবরে
সুঘ্রাণ নিয়েই প্রাণ যে ভরেছি।