করোনা করোনা হাতটা ধরোনা
কোলাকুলি আর করো না করো না,
দেশেতে আসলো ভয়ানক রোগ
ভুগছে মানুষ চারিদিকে শোক।
শুরুতেই ধরে উহান শহরে
সবাই দেখছে টিভির খবরে।
দুইশতো দেশ করলো রে কাবু
বাদ নেই শিশু যতো হাবু বাবু।
বাহিরে যেওনা থাকো ঘরে বসে
মারছে পুলিশ লাঠি ঘসে কষে,
সাবধানে থাকো যেখানেতে আছো
সাহায্য করো মিলেমিশে বাঁচো।
রাখো মনোবল ডিম,দুধ , ফল,
প্রাণিজ প্রোটিন, খাও লেবু জল।
সাবানে হাতটা বেশি করে ঘষে,
ধৌত করুন,ভাইরাস ধসে।