চুপ করে থাকো যদি ডুব দেবে কথারা
বেশি কথা বলে যারা খুব হাসে ব্যথারা
চুপ করে থেকে শোনো রাগ বেশি করো না
সব কথায় মান করে খপ করে ধরো না।
চুপ করে থাকে যারা তাদেরই হয় জিদ
আবডালে ওঁৎ পেতে গায় তারা নাশ গীত
চুপ থাকে জ্ঞানী -গুণী ভয় করে হানী তার
বোকা লোকে বলে বেশি ভাব দেখায় মানী তার।
চুপচাপে করো কাজ ঢাকঢোলে বলো না
সততাকে সস্তা পণ্যে রপ্তানি করো না
চুপ করে চুরি করে তেমনিটিও করো না
বেঁচে থেকে লাশ হয়ে জিন্দা মরো না।
চুপ করে থাকে বলে দুর্বল ভেবো না
খালি কলসি বাজে বেশি তাদের মেপো না
চুপ থাকা ভালো কাজ মন্দ বলো না
অসৎসঙ্গে সর্বনাশ তার সাথে চলো না।
ঝুপ বুঝে কুপ মারা নয় তো ভালো কাজ
মিলেমিশে থাকো সবে পড়ে নাও রাজ তাজ
এসো তবে হাতে হাত বাড়িয়ে ভুলে যাই সব দুখ
সত্যকে তুলে ধরি আসুক ফিরে যতো সুখ।