তেল চোর বেল চোর যতো চোর এখানে
কাঁড়িকাঁড়ি টাকা আছে কতো চোর সেখানে!
রড চোর তট চোর সব চোর জুটেছে
মেধাহীন সব চোর দেশটাই লুটেছে।
গাছ চোর মাছ চোর যা আছে সব নে পকেটে
চোর নাম লিখে দে রে তোর সোনা লকেটে
ভোট চোর কোট চোর, চোর সব নারীতে
কর চোর বর চোর বাদ নেই গাড়ীতে।
বউ চোর নৌ চোর চোর কই নাই রে
বসে বসে ভাবি আমি চোর নিয়ে তাই রে
আম চোর জাম চোর চুরি করে বালুও
ভাব চোর তাপ চোর, চোর হাতের তালুও।
আমি চোর তুমি চোর, চোর চাচা মামাও
দর্জি চুরি করে কেটেকুটে জামাও
সে যে চোর তারা চোর,চোর সবখানেতে
গদি চোর নদী চোর, ভেসে আসে বানেতে।
মাঠ চোর ঘাট চোর, চোর বেটা পিয়নও
আইন চোর লাইন চোর,চোর ঠ্যাঁটা লিয়নও
মন চোর ধন চোর, চোর বাবার শালাও
চোরেরাই পড়ে আবার গলাতে মালাও।
গান চোর মান চোর, চুরি করে ছবিও
হাসি চোর খাসি চোর, চোর সাজে কবিও
তাপ চোর মাপ চোর, চুরি করে পড়াতেও
ম্যাপ চোর ক্যাপ চোর,চোর দেশ গড়াতেও।