থেকে থেকে চমকে উঠি হঠাৎ ঘুমের ঘোরে,
স্বপ্নে দেখি হাতের উপর ভাইরাসটা ঘুরে।
ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা হাতে নিলাম তুলে,
ভয় পেলো না এক ফোটাও নাচলো কমর দুলে।
রেগেমেগে বলি তারে কানটি দেবো মলে!
মুচকি হেসে বলল কেশে মরবো সাবান জলে।
খুশিমনে দৌঁড়ে আমি ওয়াশরুমেতে যাই,
করোনাদি' কাঁদতে কাঁদতে বললো -আসি 'বাই'।
চলছে এমন জীবন যাপন অস্থির লাগে ভীষণ!
প্রতিবেলায় খেলছি খেলা যুদ্ধ যুদ্ধ মিশন।
আবার কবে আসবে সুদিন বিশ্বমাঝে আলো,
দূর দূরান্তে চলে যাবে সব রকমের কালো।