চোখের আড়াল হলে পড়ে
মনের আড়াল হয়
তাহার কথা মনে হলে
স্মৃতি কথা কয়।
দুর্বিনীত সময় কেনো
করছে কেমন খেলা!
লাশের মিছিল সামনে পিছে
যেনো মৃত্যুর মেলা।
কাছের মানুষ দূরে দূরে
দূরের মানুষ কাছে,
কচুপাতার পানির মতোই
জীবন আটকে আছে।
আবার যদি হতো দেখা
জিজ্ঞাসিতাম তারে
আগের মতোই আছো নাকি
ভুলছো বন্ধুয়ারে!