চৈতালির সাথে শেষের স্টেশনে দেখা
ঠিক নামার প্রস্তুতি নেবার সময়
তখন মাত্র ট্রেনে উঠে বসেছি একা
সে দেখতে মেজাজি তবে আনন্দময়।
মুখেতে চাঁদের আলোর মতোই হাসি
মেয়েরা যেমন পছন্দ করে, শিক্ষিত ভদ্র
এই মনে বেজে উঠে বাসরীয় বাঁশি
নাম বিনিময়ে জানলাম যে সে অভ্র।
আজন্ম লালিত প্রেম হানা দেয় মনে
গভীর এ দৃষ্টিতে দু'জন একাকার
তবে মিলন হয়নি কভু তার সনে
গন্তব্যে পৌঁছে যায় দেখা হয়নি আর
পরিণতি শুধুই আক্ষেপ আর কষ্ট
না ভেবে হাঁটলেই জীবন হয় নষ্ট।