চিঠি পেলাম চিঠি পেলাম
ভরে গেলো মন
এই যমনায় চিঠি পেয়ে
তাই তো উচাটন।
কচি হাতের লেখায় আছে
মিষ্টি ভালোবাসা
খুঁজে পেলাম তাই আজই
ছড়া লেখার ভাষা।
ছাত্র আমায় বাসবে ভালো
এটাই আশা করি
বড় হয়ে মানুষ হবে
প্রাণটা যাবে ভরি।
চিঠি খানি লিখলো যিনি
বয়স তারই ছয়
এই বয়সেই শিক্ষাগুরুর
মনটা করলো জয়।