দেখতে একটা বাঘের খাঁচায় বন্দী কিছু মানুষ  
চললে গাড়ি উড়তে থাকে উড়ে যেমন ফানুস।
পিঠের উপর মালপত্র ভিতরে রয় মানব,
এঁকেবেঁকে চলে চান্দু চলে যেনো দানব।  

পাহাড়িয়া সুরুপথে চলে এঁকেবেঁকে
সবুজবীথির মাঝে থাকে শুধু পাহাড় ছেঁয়ে,  
কোথাও উঁচু কোথাও নীচু মাথায় ভাঙে বাঁশ  
রাঙামাটির রুইলুই পাড়ায় কংলাংকের বাস।
    
ভয়ংকর এই চান্দের গাড়ী দেখতে চমৎকার
ভয়ে বুকটা থরো থরো ভুলে যায় আহার,
তারই মাঝে অপরূপা সবুজবীথি সাজে  
পাহাড়িদের সুর ভেসে যায় সকাল দুপুর সাঁঝে।