চাই না হতে অধিক প্রিয় অতি ছলে-কলে
ছলাকলার পথটা অসৎ গুরুজনে বলে।
ছল করিয়া যায় না পাওয়া মানুষেরই মন
সব মানুষের মন থাকে না থাকুক যতোই ধন।
মিথ্যা দিয়ে যায় না ঢাকা সত্যের মহাগ্রন্থ
সত্য বলে গণ্য হলে খাটে না যে মন্ত্র।
অহংকারে ধ্বংস আনে পতন ঘটে নিশ্চয়
নম্রতা এক পরশ পাথর ঘটায় দারুণ বিস্ময়।
কিসের তবে গর্ব মানুষ মাটির শরীর নিয়ে
বিশ্ব থেকে নিঃস্ব যাবে এই প্রাণটা হারিয়ে।
ভাবছো বসে জিতে গেছোকরছো কলরব
জ্বী না মশাই! ধান্দা চোখের ফেরত দেবেন রব।