এদিক চাই ও দিক চাই
আমার চা গেল কই
মুখ লুকিয়ে ফিসফিসে
খবরখানি লই।
চালু মিয়া মুচকি হেসে
ওফ ম্যাডাম আসছে চা
দৌড়ে গিয়ে স্টিলের গ্লাসে
আনলো খানিক চা।
হাতে পেয়েই চায়ের নেশায়
গ্লাসের চায়ে দেই চুমুক
পুড়লো এবার ওষ্ঠ আমার
আবার লুকাই মুখ।
আর চাবো না মরার চা
ধরলাম দুটি কান
চায়ের নেশা কাটাবো তাই
খাবো এবার জর্দা পান।