খুব সহজে বানাই চলুন বুলেট কফি, টি
কফি খেলে বীনের সাথে একটু দেবেন ঘি।
এমসিটি এক অয়েল আছে জানেন অনেকজন
ঘিয়ের সাথে সেটিও দেবেন ভরবে তাতে মন।
কোকোনাট তেল দিতেই হবে দুধচায়ের স্বাদ চাইলে
ক্ষুধা কমতে দারুণ পানীয় বুঝবেন কিন্তু খাইলে!
ইচ্ছে হলে স্বাদ বাড়াতে পাউডার কা-কা-ও
অল্প দিলে পিংক সল্ট লাগবে দারুণ ম-জা-ও।
ভালোবাসার জেকে লাইফে বুলেট কফি খেলে
ফুরফুরে হয় মন মেজাজটা শক্তিও আরো মেলে। বুলেট কফি গ্রীনটি বা টি ধরন একই সব
স্বাস্থ্য ভালো রাখতে করি নিয়মের উৎসব।