দেখতে দেখতে হয়ে যাচ্ছি একজন কুঁজো বুড়ি
আগের মতো পরি না তো হাতটা ভরে চুড়ি
চশমা ছাড়া দেখি না তো বর্ণমালার বই
আগের মতো দৃষ্টি আমার হারালো যে কই?
কই হারালো রূপ যে আমার চনমড়ার টান টান ভাব
পাড়ি না যে নিতে এখন আগের মতো চাপ
কানটাও খারাপ হলো বুঝি কম কম শুনি তাই
শ্রবণ শক্তি কমে গেলো মনটাও ভালো নাই।
দিনকে দিন যাচ্ছি নুইয়ে বয়সেরই ভারে
কেমন করে দেখবো বলো মনের মানুষ টারে!
সময় থাকতে তাই তো আমি দেখতে শুনতে চাই
পাপী আমি মন্দ আমি ক্ষমা করো ভাই।