আসবে নাকি বন্ধুর বাড়ি বসন্তের এ বেলা!
চাঁদের পালকি চড়ে এসো খেলবো প্রেমের খেলা।
বাটাভরা পান সাজিয়ে রঙিন শাড়ি পড়ে,
বরণ করে নেবো তোমায় বন্ধু আমার ঘরে।
আসে যদি বাদলধারা আকাশ ভেঙে যায়
হাতটি ধরে পথ চেনাবো আলতা পরা পায়।
কদম কেয়া বকুল ফুলের সুবাস মেখে নিও
পরানেরই লেনা-দেনা সুদাসলে দিও।
তরুছায়া বিথি তলে সবুজ ঘাসে বসে
ভালোবাসার যতো দাবী নেবো কিন্তু কষে!
কলাপাতায় ভাঁপে ইলিশ,চিকন চালের ভাতে
ভালোবাসার আঁচল পেতে খেতে দেবো তাতে।
উড়ু উড়ু মনটা যেনো প্রজাপতি হয়ে,
উথাল-পাতাল প্রাণে যাচ্ছে, দখিন হাওয়া বয়ে।