বর্ষা এলো আগের মতোই বন্ধু এলো না
মন বাগিচায় ফুল ফুটিলো খবর নিলো না,
বন্ধুর পিরিত ভীষণ জ্বালা দেয় যে ক্ষণে ক্ষণে
দারুণ আগুন জ্বলে বুকে শুধুই ব্যথা মনে।
সাঁঝের বেলায় ডাকতো পাখি কুহূ কুহূ সুরে
গভীর রাতের নিঝুম আকাশ পড়ে থাকতো দূরে ;
বর্ষার কদম এনে দিতো রোজই আঁচল ভরে
সব ভুলিয়া চলে গেলো দূরের তেপান্তরে।
অঝোর ধারা বয়ে চলে দুই নয়নের জলে
মরুর মতো এই না জীবন ভালোবাসার ফলে ;
স্বপ্ন কতোই দেখাইছিলো নিকষ কালো মনে
এতো নিঠুর পাষাণ সে যে বলি- জনে জনে।