বর বকেছে বর বকেছে
কাঁদছে ঘরের কোণে
ভাইয়ের সাথে বলছে কথা
বরের নতুন ফোনে।

গাল ফুলিয়ে বসে বসে
ভাবছে কত্ত কিছু
বাপের বাড়ি যাবে চলে
ডাকলেও পিছু পিছু।

কোনো কথা বলবে না সে
থাকবে একা একা
দু'দিন নাকি করবে না সে
বরের সাথে দেখা।

রান্না ঘরে কান্না করে
ছিটকিনিটা দিয়ে
এমন খেলা চলছে কতেক
তুচ্ছ বিষয় নিয়ে।

জীবন যেনো এমনই এক
রঙ্গমঞ্চের খেলা
দিন ফুরালে সাঙ্গ হবে
মিথ্যে মিথ্যে খেলা।