অহ্নে কিরণ নিশায় আঁধার
এই প্রকৃতির ধারা
মনের মানুষ দূরে গেলে
হয় যে বাঁধন হারা।
অধমাঙ্গে ধরে বলি
শোনো প্রিয়তম
কুন্তল দিয়ে বাঁধবো তোমায়
করবো নমনম।
ভুবন জুড়ে হাজার হাজার
কতো মানুষজন
বর্ষাকালে অঝর ধারায়
তবু কাঁদে মন।
বহ্নি শিখা জ্বলে হৃদে
তোমায় দেখার আশে
তনু মনে ভীষণরকম
চায় যে অতি কাছে।