বন বনানীর মতো হবো
শোভা পাবো বনে
পাখপাখালির সাথী হবো
মিশবো তাদের সনে।
নানান ফুলের সুবাস দেবো
গড়বো সবুজ ধরা
অক্সিজেনে বাঁচবে জীবন,
হবে মনোহরা।
উষ্ণতারই মাঝে হবো
এক পায়েরই ছাতা
পরম যত্ন রাখবো ঢেকে
জ্ঞানী গুণীর মাথা।
উপকারে করলে ক্ষতি
করবো তারে ক্ষমা
নিন্দুকেরে প্রেম বিলাবো
আছে যতো জমা।