বন বনানীর মাঝে হবো
আমি সবুজ ঘাস
শীতলতায় ভরিয়ে দেবো
বল কি তোরা চাস?

গাছের সারি পাখিদের ঝাঁক
দারুণ একটা ছবি
ভালোবেসে প্রকৃতিকে
হলাম যেনো কবি।

ব্যস্ততাকে দূরে ঠেলে
হলাম প্রজাপতি
ফুলে ফুলে ডানা মেলে
ফিরছে মনের গতি।

এসো তবে ডানা মেলে
উড়ি আকাশ পানে
গুনগুনিয়ে দেই ভরিয়ে
মধুর গানে গানে।